আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬৫৫
অধ্যায়ঃ শিষ্টাচার
ঘর-বাড়ী ইত্যাদিতে জীব-জন্তু ও পাখ-পাখালির ছবি অংকন সম্পর্কে ভীতি প্রদর্শন
৪৬৫৫. হযরত আহমদ আলী (রা)-এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। (তাতে) আলী (রা) বলেন: রাসূলুল্লাহ্ (ﷺ) এক যানাযায় শরীক ছিলেন। তখন তিনি বললেনঃ তোমাদের মধ্যে কে আছ, যে মদীনায় যাবে এবং সেখানে কোন প্রতিমা না ভেঙ্গে কোন কবর সমান না করে এবং কোন ছবি বিনষ্ট না করে অক্ষত রেখে আসবে না? উত্তরে এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ। আমি প্রস্তুত আছি। আলী (রা) বলেন, তবে লোকটি মদীনা বাসীদেরকে ভয় করল। আলী (রা) বলেন, অতঃপর লোকটি গেল এবং তারপর ফিরে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্। আমি সেখানে কোন প্রতিমা না ভেঙ্গে কোন কবর সমান না করে এবং কোন ছবি বিনষ্ট না করে অক্ষত রেখে আসি নি। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যে ব্যক্তি এগুলোর কোনটি পুনরায় তৈরী করল সে মুহাম্মদ (ﷺ)-এর প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করল। ইনশাআল্লাহ এ হাদীসের সনদ উত্তম।
كتاب الأدب
التَّرْهِيب من تَصْوِير الْحَيَوَانَات والطيور فِي الْبيُوت وَغَيرهَا
4655- وروى أَحْمد عَن عَليّ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي جَنَازَة فَقَالَ أَيّكُم ينْطَلق إِلَى الْمَدِينَة فَلَا يدع فِيهَا وثنا إِلَّا كَسره وَلَا قبرا إِلَّا سواهُ وَلَا صُورَة إِلَّا لطخها فَقَالَ رجل أَنا يَا رَسُول الله قَالَ فهاب أهل الْمَدِينَة
قَالَ فَانْطَلق ثمَّ رَجَعَ فَقَالَ يَا رَسُول الله لم أدع بهَا وثنا إِلَّا كَسرته وَلَا قبرا إِلَّا سويته وَلَا صُورَة إِلَّا لطختها ثمَّ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من عَاد إِلَى صَنْعَة شَيْء من هَذَا فقد كفر بِمَا أنزل على مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم
وَإِسْنَاده جيد إِن شَاءَ الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান