আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬৫৪
অধ্যায়ঃ শিষ্টাচার
ঘর-বাড়ী ইত্যাদিতে জীব-জন্তু ও পাখ-পাখালির ছবি অংকন সম্পর্কে ভীতি প্রদর্শন
৪৬৫৪. হযরত হায়্যান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রা) আমাকে বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে যে কাজে উদ্বুদ্ধ করেছেন, আমি কি তোমাকে সে কাজে উদ্বুদ্ধ করব না? তুমি কোন ছবিই না মুছে ছাড়বে না এবং কোন উঁচু কবরই সমান না করে ছাড়বে না।
(মুসলিম আবু দাউদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من تَصْوِير الْحَيَوَانَات والطيور فِي الْبيُوت وَغَيرهَا
4654- وَعَن حَيَّان بن حُصَيْن قَالَ قَالَ لي عَليّ رَضِي الله عَنهُ أَلا أَبْعَثك على مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا تدع صُورَة إِلَّا طمستها وَلَا قبرا مشرفا إِلَّا سويته

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান