আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬৫১
অধ্যায়ঃ শিষ্টাচার
ঘর-বাড়ী ইত্যাদিতে জীব-জন্তু ও পাখ-পাখালির ছবি অংকন সম্পর্কে ভীতি প্রদর্শন
৪৬৫১. বুখারীর অপর এক রিওয়ায়াতে আছে, রাবী বলেন। আমি ইব্‌ন আব্বাস (রা)-এর কাছে ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে বলল, হে ইবন আব্বাস। আমি এমন একজন মানুষ। হস্তশিল্প দ্বারাই যার জীবিকা নির্বাহ হয় এবং আমি এসব ছবি অংকন করে থাকি। (এ ব্যাপারে শরী'আতের সিদ্ধান্ত কি? তা আমাকে বলুন।) উত্তরে ইব্ন আব্বাস (রা) বললেন। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে যা শুনেছি, তোমাকে তাই বলব। আমি তাঁকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোন (প্রাণীর) ছবি অংকন করে আল্লাহ্ তা'আলা তাকে শাস্তি দেবেন, যে পর্যন্ত না সে উক্ত ছবিতে প্রাণ সঞ্চার করে। কিন্তু সে উক্ত ছবিতে কস্মিনকালেও প্রাণ সঞ্চার করতে পারবে না। লোকটি (তাঁর উত্তর শোনে) ফুঁসে উঠল। অতঃপর তিনি বললেন, ওরে দুর্ভাগা। একান্তই যদি তোমাকে ছবি আঁকতেই হয়, তবে তুমি এসব গাছ-গাছালি এবং প্রাণহীন যে কোন বস্তুর ছবি আঁকবে।
كتاب الأدب
التَّرْهِيب من تَصْوِير الْحَيَوَانَات والطيور فِي الْبيُوت وَغَيرهَا
4651- وَفِي رِوَايَة للْبُخَارِيّ قَالَ كنت عِنْد ابْن عَبَّاس إِذْ جَاءَهُ رجل فَقَالَ يَا ابْن عَبَّاس إِنِّي رجل إِنَّمَا معيشتي من صَنْعَة يَدي وَإِنِّي أصنع هَذِه التصاوير فَقَالَ ابْن عَبَّاس لَا أحَدثك إِلَّا مَا سَمِعت من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سمعته يَقُول من صور صُورَة فَإِن الله معذبه حَتَّى ينْفخ فِيهَا الرّوح وَلَيْسَ بنافخ فِيهَا أبدا فربا الرجل ربوة شَدِيدَة فَقَالَ وَيحك إِن أَبيت إِلَّا أَن تصنع فَعَلَيْك بِهَذَا الشّجر وكل شَيْء لَيْسَ فِيهِ روح
رَبًّا الْإِنْسَان إِذا انتفخ غيظا أَو كبرا
tahqiqতাহকীক:তাহকীক চলমান