আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৯৭
অধ্যায়ঃ শিষ্টাচার
ক্রোধের প্রতি ভীতি প্রদর্শন এবং তা দূর করা ও সংবরণ করার প্রতি অনুপ্রেরণা এবং ক্রোধের সময় করণীয়
৪১৯৭. হযরত আবু ওয়ায়িল কাস (র) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা আমরা হযরত উরওয়া ইবন মুহাম্মাদ আস-সা'দী (রা)-এর নিকট গেলাম, তখন তাঁর সাথে এক ব্যক্তি কথা বলায় তিনি ক্ষুদ্ধ হয়ে যান। এতে তিনি উঠে দাঁড়ান এবং উযু করে নেন। সে (বর্ণনাকারী) বলল: আমার পিতা আমার দাদী আতীয়া সূত্রে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। ক্রোধ শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। আর পানি দ্বারাই কেবল আগুন নেভানো যায়। কাজেই, তোমাদের কেউ ক্ষুদ্ধ হলে, সে যেন উযূ করে নেয়।
(আবূ দাউদ বর্ণিত।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَضَب وَالتَّرْغِيب فِي دَفعه وكظمه وَمَا يفعل عِنْد الْغَضَب
4197- وَعَن أبي وَائِل الْقَاص قَالَ دَخَلنَا على عُرْوَة بن مُحَمَّد السَّعْدِيّ فَكَلمهُ رجل فأغضبه فَقَامَ فَتَوَضَّأ فَقَالَ حَدثنِي أبي عَن جدي عَطِيَّة رَضِي الله عَنهُ قَالَ قَالَ
رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الْغَضَب من الشَّيْطَان وَإِن الشَّيْطَان خلق من النَّار وَإِنَّمَا تطفأ النَّار بِالْمَاءِ فَإِذا غضب أحدكُم فَليَتَوَضَّأ

رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান