আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪১৭৮
অধ্যায়ঃ শিষ্টাচার
মানুষের সাথে মেলামেশায় নিরাপত্তাহীনতার আশংকা থাকলে নির্জনতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা
৪১৭৮. হযরত ইমরান ইবনে হুসায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে, যাবতীয় বিপদাপদে আল্লাহর সাহায্য তার জন্য যথেষ্ট হয়ে যায় এবং তিনি তাকে এমনভাবে রিযক দেন যে, সে ধারণাও করতে পারে না। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দুনিয়ার সাথে সম্পর্ক স্থাপন করে, আল্লাহ্ তাকে দুনিয়ার সাথে জড়িয়ে দেন।
(তাবারানী, আবু শায়খ, ইবনে হিব্বান তার সাওয়াব গ্রন্থে বর্ণনা করেন। তাবারানীর সনদ তার (ইবনে হিব্বান) সনদের কাছাকাছি। উপরোক্ত মর্মে نظائر في الإقتصاد والحرص অনুচ্ছেদে আমি অনুরূপ অনেক হাদীস বর্ণনা করেছি। ইনশাআল্লাহ্ যুহদ অধ্যায়ে এ সম্পর্কীত হাদীস আসবে।)
(তাবারানী, আবু শায়খ, ইবনে হিব্বান তার সাওয়াব গ্রন্থে বর্ণনা করেন। তাবারানীর সনদ তার (ইবনে হিব্বান) সনদের কাছাকাছি। উপরোক্ত মর্মে نظائر في الإقتصاد والحرص অনুচ্ছেদে আমি অনুরূপ অনেক হাদীস বর্ণনা করেছি। ইনশাআল্লাহ্ যুহদ অধ্যায়ে এ সম্পর্কীত হাদীস আসবে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْعُزْلَة لمن لَا يَأْمَن على نَفسه عِنْد الِاخْتِلَاط
4178- وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من انْقَطع إِلَى الله كَفاهُ الله كل مُؤنَة ورزقه من حَيْثُ لَا يحْتَسب وَمن انْقَطع إِلَى الدُّنْيَا وَكله الله إِلَيْهَا
رَوَاهُ الطَّبَرَانِيّ وَأَبُو الشَّيْخ وَابْن حبَان فِي الثَّوَاب وَإسْنَاد الطَّبَرَانِيّ مقارب وأملينا لهَذَا الحَدِيث نَظَائِر فِي الاقتصاد والحرص وَيَأْتِي لَهُ نَظَائِر فِي الزّهْد إِن شَاءَ الله تَعَالَى
رَوَاهُ الطَّبَرَانِيّ وَأَبُو الشَّيْخ وَابْن حبَان فِي الثَّوَاب وَإسْنَاد الطَّبَرَانِيّ مقارب وأملينا لهَذَا الحَدِيث نَظَائِر فِي الاقتصاد والحرص وَيَأْتِي لَهُ نَظَائِر فِي الزّهْد إِن شَاءَ الله تَعَالَى