আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৬৮
অধ্যায়ঃ শিষ্টাচার
মানুষের সাথে মেলামেশায় নিরাপত্তাহীনতার আশংকা থাকলে নির্জনতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা
৪১৬৮. হযরত মু'আয ইবনে জাবাল (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে, সে আল্লাহর যিম্মায় থাকে; যে ব্যক্তি কোন রোগীর কুশল জিজ্ঞাসা করে, সে আল্লাহর যিম্মায় থাকে, যে ব্যক্তি ইমামকে (মুসলিম শাসককে দীনি বিষয়ে) সাহায্য করে, সে আল্লাহর, যিম্মায় থাকে এবং যে ব্যক্তি কারো গীবত না করে ঘরে বসে থাকে, সেও আল্লাহর যিম্মায় থাকে।
(আহমাদ, তাবারানী, ইবনে খুযায়মার সহীহ্ গ্রন্থে বর্ণিত। আর ইবনে হিব্বান নিজ শব্দে বর্ণনা করেন। তাবারানীর শব্দমালা এরূপঃ "যে ব্যক্তি (নীরবতা অবলম্বনের উদ্দেশ্যে নিজ) ঘরে বসে থাকে মানুষ তার (অনিষ্ট থেকে) নিরাপত্তা লাভ করে এবং সেও মানুষের (অনিষ্ট থেকে) নিরাপদ থাকে।"
ইমাম আবূ দাউদ (র)ও এরূপ বর্ণনা করেছেন, যার শব্দমালা পূর্বে বর্ণিত রয়েছে। তাবারানীর আওসাত গ্রন্থে হযরত আয়েশা (রা) থেকে এরূপ বর্ণিত আছে যে, তিনি (নবী ﷺ) বলেছেন: ছয়টি গুণের একটি গুণও যদি কারো মধ্যে থাকে এবং সে তার উপর মৃত্যুবরণ করে, তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর যিম্মায় চলে যায়। এরপর তিনি এগুলোর একটি উল্লেখ করে বলেন: "ঐ ব্যক্তিকেও জান্নাতে প্রবেশ করানো আল্লাহর যিম্মায় চলে যায়, যে মুসলমানদের গীবত না করে তার ঘরে থাকে এবং সে তাদের ক্ষুদ্ধ করার মত অথবা আঘাত করার মত কোন কাজ করে না।")
كتاب الأدب
التَّرْغِيب فِي الْعُزْلَة لمن لَا يَأْمَن على نَفسه عِنْد الِاخْتِلَاط
4168- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من جَاهد فِي سَبِيل الله كَانَ ضَامِنا على الله وَمن عَاد مَرِيضا كَانَ ضَامِنا على الله وَمن دخل على إِمَامه يعزره كَانَ ضَامِنا على الله وَمن جلس فِي بَيته لم يغتب إنْسَانا كَانَ ضَامِنا على الله

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَابْن حبَان وَاللَّفْظ لَهُ وَعند الطَّبَرَانِيّ
أَو قعد فِي بَيته فَسلم النَّاس مِنْهُ وَسلم من النَّاس
وَهُوَ عِنْد أبي دَاوُد بِنَحْوِهِ وَتقدم لَفظه وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من حَدِيث عَائِشَة وَلَفظه قَالَ خِصَال سِتّ مَا من مُسلم يَمُوت فِي وَاحِدَة مِنْهُنَّ إِلَّا كَانَ ضَامِنا على الله أَن يدْخل الْجنَّة فَذكر مِنْهَا وَرجل فِي بَيته لَا يغتاب الْمُسلمين وَلَا يجر إِلَيْهِم سخطا وَلَا نقمة
tahqiqতাহকীক:তাহকীক চলমান