আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৬৭
অধ্যায়ঃ শিষ্টাচার
মানুষের সাথে মেলামেশায় নিরাপত্তাহীনতার আশংকা থাকলে নির্জনতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা
৪১৬৭. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: সাবধান! আমি কি তোমাদের উত্তম লোকদের সম্পর্কে অবহিত করব, না? উত্তম ঐ ব্যক্তি, যে কুরআন তিলাওয়াত করে, এবং আল্লাহর হক আদায়কল্পে অল্প সংখ্যক বকরী নিয়ে নির্জনতা অবলম্বন করে। সাবধান! আমি কি তোমাদের নিকৃষ্ট লোক সম্পর্কে অবহিত করব না? নিকৃষ্ট ঐ ব্যক্তি, যার কাছে আল্লাহর নামে চাওয়া হয়, অথচ সে দান করে না।
(নাসাঈ, তিরমিযী নিজ বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসটি হাসান-গরীব। আর ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত। তাঁর শব্দমালা এরূপ একদল সাহাবী উপবিষ্ট ছিলেন, এমতাবস্থায় রাসূলুল্লাহ্ (ﷺ) তাদের কাছে এসে বলেন: সাবধান! আমি কি তোমাদের মর্যাদাবান ব্যক্তিদের সম্পর্কে অবহিত করব না? তাঁরা বলেন: হাঁ, ইয়া রাসূলাল্লাহ্! তিনি বলেন: ঐ ব্যক্তি মর্যাদাবান, যে তার ঘোড়ার মাথা ধরে আল্লাহর পথে (জিহাদে) বেরিয়ে যায়, এমন কি সে মৃত্যুবরণ করে অথবা শাহাদাত লাভ করে। এরপর এদের পরের মর্যাদাবান ব্যক্তি সম্পর্কে আমি কি তোমাদের অবহিত করব না? আমরা বললাম: হাঁ, ইয়া রাসূলাল্লাহ্! তখন তিনি বলেন: ঐ ব্যক্তি তোমাদের মধ্যে মর্যাদাবান, যে নির্জনতা অবলম্বন করে পর্বত চূড়ায় সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং দুষ্টলোক থেকে নির্জনতা অবলম্বন করে। সাবধান! আমি কি তোমাদের মন্দলোক সম্পর্কে অবহিত করব না? আমরা বললামঃ হাঁ, ইয়া রাসূলাল্লাহ! তখন তিনি বলেন, মন্দ ঐ লোক যার কাছে আল্লাহর নামে চাওয়া হয়, অথচ সে দান করে না।
ইবনে আবুদ দুনিয়া (র) কিতাবুল আজলায় বর্ণনা করেন। অনুরূপ তিনিও হযরত তাবারানী (র) হযরত উম্মু মুবাশশির আনসারীয়া (রা) থেকে আরো হাদীস বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْعُزْلَة لمن لَا يَأْمَن على نَفسه عِنْد الِاخْتِلَاط
4167- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَلا أخْبركُم بِخَير النَّاس رجل مُمْسك بعنان فرسه فِي سَبِيل الله أَلا أخْبركُم بِالَّذِي يتلوه رجل معتزل فِي غنيمَة لَهُ يُؤَدِّي حق الله فِيهَا أَلا أخْبركُم بشر النَّاس رجل يسْأَل بِاللَّه وَلَا يُعْطي

رَوَاهُ النَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَابْن حبَان فِي صَحِيحه وَلَفظه أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خرج عَلَيْهِم وهم جُلُوس فِي مجْلِس لَهُم فَقَالَ أَلا أخْبركُم بِخَير النَّاس منزلا قَالُوا بلَى يَا رَسُول الله قَالَ رجل أَخذ بِرَأْس فرسه فِي سَبِيل الله حَتَّى يَمُوت أَو يقتل
أَلا أخْبركُم بِالَّذِي يَلِيهِ قُلْنَا بلَى يَا رَسُول الله قَالَ امْرُؤ معتزل فِي شعب يُقيم الصَّلَاة ويؤتي الزَّكَاة ويعتزل شرور النَّاس
أَلا أخْبركُم بشر النَّاس قُلْنَا بلَى يَا رَسُول الله
قَالَ الَّذِي يسْأَل بِاللَّه وَلَا يُعْطي
وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الْعُزْلَة من حَدِيثه وَرَوَاهُ أَيْضا هُوَ وَالطَّبَرَانِيّ من حَدِيث أم مُبشر الْأَنْصَارِيَّة أطول مِنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান