আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪১৩৪
অধ্যায়ঃ শিষ্টাচার
সালামের ব্যাপক প্রসারের প্রতি অনুপ্রেরণা ও তার ফযীলত এবং যে ব্যক্তি তার সম্মানে দাঁড়ানো কামনা করে, তার প্রতি ভীতি প্রদর্শন
৪১৩৪. হযরত আবু উমামা বাহিলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) লাঠিতে ভর করে আমাদের সামনে আসেন। আমরা তাঁর সম্মানার্থে দাঁড়ালাম। তখন তিনি বললেনঃ তোমরা অমুসলিমদের ন্যায় দাঁড়াবে না, যেমনিভাবে তারা একে অপরকে (দাঁড়িয়ে) সম্মান প্রদর্শন করে।
(আবু দাউদ, ইবনে মাজা (র) উত্তম সনদ সূত্রে বর্ণনা করেন। তবে তার সনদে আবু গালিব নামে একজন বর্ণনাকারী রয়েছেন। তার প্রকৃত নাম হাযুর। কারো কারো মতে, নাফি'। কারো কারো মতে সাঈদ ইবনে হাযূর। এ সম্পর্কে বিস্তারিত তথ্য আমি মুখতাসারুস সুনান ও অন্যান্য গ্রন্থে উল্লেখ করেছি। গালিব একজন বিশ্বস্ত বর্ণনাকারী। তিরমিযী (র) ও অন্যান্য মুহাদ্দিগণ তাঁকে বিশ্বস্ত বলেছেন। আল্লাহ সর্বজ্ঞ।)
(আবু দাউদ, ইবনে মাজা (র) উত্তম সনদ সূত্রে বর্ণনা করেন। তবে তার সনদে আবু গালিব নামে একজন বর্ণনাকারী রয়েছেন। তার প্রকৃত নাম হাযুর। কারো কারো মতে, নাফি'। কারো কারো মতে সাঈদ ইবনে হাযূর। এ সম্পর্কে বিস্তারিত তথ্য আমি মুখতাসারুস সুনান ও অন্যান্য গ্রন্থে উল্লেখ করেছি। গালিব একজন বিশ্বস্ত বর্ণনাকারী। তিরমিযী (র) ও অন্যান্য মুহাদ্দিগণ তাঁকে বিশ্বস্ত বলেছেন। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إفشاء السَّلَام وَمَا جَاءَ فِي فَضله وترهيب الْمَرْء من حب الْقيام لَهُ
4134- وَعَن أبي أُمَامَة الْبَاهِلِيّ رَضِي الله عَنهُ قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم متوكئا على عَصا فقمنا إِلَيْهِ فَقَالَ لَا تقوموا كَمَا تقوم الْأَعَاجِم يعظم بَعْضهَا بَعْضًا
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَإِسْنَاده حسن
فِيهِ أَبُو غَالب واسْمه حزور وَيُقَال نَافِع وَيُقَال سعيد بن الحزور فِيهِ كَلَام طَوِيل ذكرته فِي مُخْتَصر السّنَن وَغَيره وَالْغَالِب عَلَيْهِ التوثيق وَقد صحّح لَهُ التِّرْمِذِيّ وَغَيره وَالله أعلم
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَإِسْنَاده حسن
فِيهِ أَبُو غَالب واسْمه حزور وَيُقَال نَافِع وَيُقَال سعيد بن الحزور فِيهِ كَلَام طَوِيل ذكرته فِي مُخْتَصر السّنَن وَغَيره وَالْغَالِب عَلَيْهِ التوثيق وَقد صحّح لَهُ التِّرْمِذِيّ وَغَيره وَالله أعلم