আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪১২৫
অধ্যায়ঃ শিষ্টাচার
সালামের ব্যাপক প্রসারের প্রতি অনুপ্রেরণা ও তার ফযীলত এবং যে ব্যক্তি তার সম্মানে দাঁড়ানো কামনা করে, তার প্রতি ভীতি প্রদর্শন
৪১২৫. মু'আবিয়া ইবনে কুররা (র) তাঁর পিতা (কুররা) থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ হে বৎস! তুমি কোন
মজলিসে থাকলে তার কল্যাণ প্রাপ্তির আশা রাখবে। ত্বরিৎ তোমার কোন প্রয়োজন দেখা দিলে বলবে: আস্সালামু আলাইকুম। কেননা, এতে তুমি ঐ মজলিসে যা কিছু হবে তার ভাগীদার হবে।
(তাবারানী মাওকুফ সনদে এরূপ এবং মারফু' সনদে বর্ণনা করেন। তবে তার মাওকুফ সনদসূত্র অধিক বিশুদ্ধ।)
মজলিসে থাকলে তার কল্যাণ প্রাপ্তির আশা রাখবে। ত্বরিৎ তোমার কোন প্রয়োজন দেখা দিলে বলবে: আস্সালামু আলাইকুম। কেননা, এতে তুমি ঐ মজলিসে যা কিছু হবে তার ভাগীদার হবে।
(তাবারানী মাওকুফ সনদে এরূপ এবং মারফু' সনদে বর্ণনা করেন। তবে তার মাওকুফ সনদসূত্র অধিক বিশুদ্ধ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إفشاء السَّلَام وَمَا جَاءَ فِي فَضله وترهيب الْمَرْء من حب الْقيام لَهُ
4125- وَعَن مُعَاوِيَة بن قُرَّة عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ يَا بني إِذا كنت فِي مجْلِس ترجو خَيره فعجلت بك حَاجَة فَقل السَّلَام عَلَيْكُم فَإنَّك شريكهم فِيمَا يصيبون فِي ذَلِك الْمجْلس
رَوَاهُ الطَّبَرَانِيّ مَوْقُوفا هَكَذَا وَمَرْفُوعًا وَالْمَوْقُوف أصح
رَوَاهُ الطَّبَرَانِيّ مَوْقُوفا هَكَذَا وَمَرْفُوعًا وَالْمَوْقُوف أصح