আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১২৪
অধ্যায়ঃ শিষ্টাচার
সালামের ব্যাপক প্রসারের প্রতি অনুপ্রেরণা ও তার ফযীলত এবং যে ব্যক্তি তার সম্মানে দাঁড়ানো কামনা করে, তার প্রতি ভীতি প্রদর্শন
৪১২৪. আহমাদ (র) ইবনে লাহীয়া সূত্রে যাবন ইবনে ফায়িদ থেকে, তিনি সাহল ইবনে মু'আয (র) থেকে তিনি তাঁর পিতা (মু'আয রা) থেকে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন: কোন ব্যক্তি যখন কোন মজলিসে যায়, তখন সেই মজলিসের লোকদের সালাম দেয়া তার কর্তব্য এবং কোন ব্যক্তি মজলিস ত্যাগ করলে, সে যেন সালাম দিয়ে মজলিস ত্যাগ করে। এরপর এক ব্যক্তি দাঁড়াল, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) কথা বলছিলেন; ফলে সে সালাম দিল না। এ সময় রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কি কারণে সে তাড়াহুড়া করল, যার ফলে সে সালাম দিতে ভুলে গেল।
كتاب الأدب
التَّرْغِيب فِي إفشاء السَّلَام وَمَا جَاءَ فِي فَضله وترهيب الْمَرْء من حب الْقيام لَهُ
4124- وروى أَحْمد من طَرِيق ابْن لَهِيعَة عَن زبان بن فائد عَن سهل بن معَاذ عَن أَبِيه عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ حق على من قَامَ على جمَاعَة أَن يسلم عَلَيْهِم وَحقّ على من قَامَ من مجْلِس أَن يسلم فَقَامَ رجل وَرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يتَكَلَّم فَلم يسلم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا أسْرع مَا نسي
tahqiqতাহকীক:তাহকীক চলমান