আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪১১৫
অধ্যায়ঃ শিষ্টাচার
সালামের ব্যাপক প্রসারের প্রতি অনুপ্রেরণা ও তার ফযীলত এবং যে ব্যক্তি তার সম্মানে দাঁড়ানো কামনা করে, তার প্রতি ভীতি প্রদর্শন
৪১১৫. তাবারানী (র) উত্তম সনদে পেছনের কোন এক অনুচ্ছেদে উল্লেখ করেছেন। তিনি (সাহাবী) বলেন: আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ! আমাকে এমন কাজ সম্পর্কে বলুন, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বলেন: সালামের ব্যাপক প্রসার ও উত্তম বাক্য বিনিময়ে গুনাহ মোচন অপরিহার্য করে দেয়।
كتاب الأدب
التَّرْغِيب فِي إفشاء السَّلَام وَمَا جَاءَ فِي فَضله وترهيب الْمَرْء من حب الْقيام لَهُ
4115- وَتقدم فِي رِوَايَة جَيِّدَة للطبراني قَالَ قلت يَا رَسُول الله دلَّنِي على عمل يدخلني الْجنَّة قَالَ إِن من مُوجبَات الْمَغْفِرَة بذل السَّلَام وَحسن الْكَلَام