আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪১১৪
অধ্যায়ঃ শিষ্টাচার
সালামের ব্যাপক প্রসারের প্রতি অনুপ্রেরণা ও তার ফযীলত এবং যে ব্যক্তি তার সম্মানে দাঁড়ানো কামনা করে, তার প্রতি ভীতি প্রদর্শন
৪১১৪. হযরত আবু শুরায়হ (রা) থেকে বর্ণিত। একদা তিনি বলেনঃ ইয়া রাসূলুল্লাহ্! আমাকে এমন বিষয়ে অবহিত করুন, যা আমার জন্য জান্নাত অবধারিত করে দেবে। তিনি বলেন, তা হলঃ উত্তম কথা বলা, সালামের ব্যাপক প্রসার ঘটানো এবং অভুক্তদের আহার করানো।
(তাবারানী, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ এবং হাকিম বর্ণিত। ইমাম হাকিম (র) উক্ত হাদীসটিকে সনদসূত্রে সহীহ বলেছেন।)
(তাবারানী, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ এবং হাকিম বর্ণিত। ইমাম হাকিম (র) উক্ত হাদীসটিকে সনদসূত্রে সহীহ বলেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إفشاء السَّلَام وَمَا جَاءَ فِي فَضله وترهيب الْمَرْء من حب الْقيام لَهُ
4114- وَعَن أبي شُرَيْح رَضِي الله عَنهُ أَنه قَالَ يَا رَسُول الله أَخْبرنِي بِشَيْء يُوجب لي الْجنَّة قَالَ طيب الْكَلَام وبذل السَّلَام وإطعام الطَّعَام
رَوَاهُ الطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه فِي حَدِيث وَالْحَاكِم وَصَححهُ
رَوَاهُ الطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه فِي حَدِيث وَالْحَاكِم وَصَححهُ