আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১০০
অধ্যায়ঃ শিষ্টাচার
হাস্যোজ্জ্বল চেহারা, নম্রবাক্য এবং অন্যান্য বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪১০০. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তোমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসার বিনিময়ে তোমার আমলনামায় দানের সাওয়াব লিখে দেয়া হয়, চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু অপসারিত করায় তোমার আমলনামায় দানের সাওয়াব লিখে দেওয়া হয়, সৎকাজের আদেশ দানে তোমার জন্য রয়েছে দানের সাওয়াব, পথহারাকে পথ নির্দেশ করায় তোমার আমলনামায় দানের সাওয়াব লিখে দেওয়া হয়।
(বাযযার, তাবারানীর বর্ণনায় ইয়াহ্ইয়া ইবনে আবু আতা নামক এক অপরিচিত বর্ণনাকারী রয়েছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي طلاقة الْوَجْه وَطيب الْكَلَام وَغير ذَلِك مِمَّا يذكر
4100- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن تبسمك فِي وَجه أَخِيك يكْتب لَك بِهِ صَدَقَة وإماطتك الْأَذَى عَن الطَّرِيق يكْتب لَك بِهِ صَدَقَة وَإِن أَمرك بِالْمَعْرُوفِ صَدَقَة وإرشادك الضال يكْتب لَك بِهِ صَدَقَة

رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ من رِوَايَة يحيى بن أبي عَطاء وَهُوَ مَجْهُول
tahqiqতাহকীক:তাহকীক চলমান