আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৯৯
অধ্যায়ঃ শিষ্টাচার
হাস্যোজ্জ্বল চেহারা, নম্রবাক্য এবং অন্যান্য বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪০৯৯. হযরত আবূ যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসায় রয়েছে দানের সাওয়াব, তোমার সৎকাজের আদেশ দান এবং অসৎকাজ থেকে বারণ করায় রয়েছে দানের সাওয়াব, পথহারা পথিককে পথনির্দেশ করায় রয়েছে তোমার জন্য দানের সাওয়াব, চলার পথে কষ্টদায়ক বস্তু অপসারিত করায় রয়েছে দানের সাওয়াব এবং তোমার নিজ পাত্র হতে তোমার ভাইয়ের পাত্র ভর্তি করনে রয়েছে দানের সাওয়াব।
(তিরমিযী বর্ণিত। তিনি হাসান সনদে, ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণনা করেন। তবে তিনি বাড়িয়ে বলেন: অন্ধ ব্যক্তিকে দৃষ্টিশক্তি দানে সাহায্য করায় তোমার জন্য রয়েছে দানের সাওয়াব।)
(তিরমিযী বর্ণিত। তিনি হাসান সনদে, ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণনা করেন। তবে তিনি বাড়িয়ে বলেন: অন্ধ ব্যক্তিকে দৃষ্টিশক্তি দানে সাহায্য করায় তোমার জন্য রয়েছে দানের সাওয়াব।)
كتاب الأدب
التَّرْغِيب فِي طلاقة الْوَجْه وَطيب الْكَلَام وَغير ذَلِك مِمَّا يذكر
4099- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تبسمك فِي وَجه أَخِيك صَدَقَة وأمرك بِالْمَعْرُوفِ ونهيك عَن الْمُنكر صَدَقَة وإرشادك الرجل فِي أَرض الضلال لَك صَدَقَة وإماطتك الْأَذَى والشوك والعظم عَن الطَّرِيق لَك صَدَقَة وإفراغك من دلوك فِي
دلو أَخِيك لَك صَدَقَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَابْن حبَان فِي صَحِيحه وَزَاد وبصرك للرجل الرَّدِيء الْبَصَر لَك صَدَقَة
دلو أَخِيك لَك صَدَقَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَابْن حبَان فِي صَحِيحه وَزَاد وبصرك للرجل الرَّدِيء الْبَصَر لَك صَدَقَة