আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪০৯০
অধ্যায়ঃ শিষ্টাচার
নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৯০. হযরত আলী ইবনে আবু তালিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: সহনশীল বান্দা (কিয়ামতের দিন) সিয়াম পালনকারী ও রাত জেগে ইবাদতকারীর ন্যায় মর্যাদা লাভ করবে। কোন কোন বর্ণনাকারী শব্দমালা বাড়িয়ে এরূপ বলেছেন: "কোন কোন লোককে স্বৈরাচারী লেখা হয়। পক্ষান্তরে, সে তার পরিবার ব্যতীত কারো কাছে গ্রহণযোগ্য হয় না।"
(আবু শায়খ ইবনে হিব্বানের কিতাবুস সাওয়াব গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4090- وَرُوِيَ عَن عَليّ بن أبي طَالب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن العَبْد ليدرك بالحلم دَرَجَة الصَّائِم الْقَائِم
زَاد بعض الروَاة فِيهِ وَإنَّهُ ليكتب جبارا وَمَا يملك إِلَّا أهل بَيته

رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب
tahqiqতাহকীক:তাহকীক চলমান