আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪০৮৯
অধ্যায়ঃ শিষ্টাচার
নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৮৯. আমর ইবনে শু'আয়ব (র) পর্যায়ক্রমে তাঁর পিতা ও তাঁর দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: আল্লাহ্ যখন (কিয়ামতের দিন) সমস্ত সৃষ্টিকে একত্র করবেন, তখন একজন আহ্বানকারী এই বলে আহবান করবে: মর্যাদাবান লোকেরা কোথায়? তিনি বলেন: তখন অল্প সংখ্যক লোক দাঁড়াবে এবং তাঁরা দ্রুত জান্নাতের দিকে অগ্রসর হবে। এ সময় ফেরেশতাগণ তাঁদের সঙ্গে সাক্ষাৎ-করে বলবে : আমরা তোমাদেরকে জান্নাতের দিকে দ্রুতগামী দেখতে পাচ্ছি, তোমরা কারা? তাঁরা বলবে: আমরা মর্যাদাবান লোক। তখন তারা বলবেঃ কিসের কারণে তোমাদের এ মর্যাদা? তাঁরা বলবেঃ (দুনিয়াতে) যখন আমাদের প্রতি যুলম করা হতো, তখন আমরা ধৈর্যধারণ করতাম, আর আমাদের সাথে যখন অসদাচরণ করা হতো, তখন আমরা তা সহ্য করতাম। তখন তাদের বলা হবে; তোমরা জান্নাতে প্রবেশ কর, আর সদাচারীদের পুরষ্কার কতই না উত্তম!
(ইস্পাহানী বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4089- وَرُوِيَ عَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن جده رَضِي الله عَنْهُم قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا جمع الله الْخَلَائق نَادَى مُنَاد أَيْن أهل الْفضل قَالَ فَيقوم نَاس وهم يسير فَيَنْطَلِقُونَ سرَاعًا إِلَى الْجنَّة فتتلقاهم الْمَلَائِكَة فَيَقُولُونَ إِنَّا نَرَاكُمْ سرَاعًا إِلَى الْجنَّة فَمن أَنْتُم فَيَقُولُونَ نَحن أهل الْفضل فَيَقُولُونَ وَمَا فَضلكُمْ فَيَقُولُونَ كُنَّا إِذا ظلمنَا صَبرنَا وَإِذا أُسِيء إِلَيْنَا حلمنا فَيُقَال لَهُم ادخُلُوا الْجنَّة فَنعم أجر العاملين

رَوَاهُ الْأَصْبَهَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান