আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৭৬
অধ্যায়ঃ শিষ্টাচার
নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৭৬. হযরত আবু দারদা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যাকে বিনয়ী স্বভাবের কিছু অংশ দান করা হয়েছে, তাকে কল্যাণের বিরাট অংশ দান করা হয়েছে। পক্ষান্তরে যাকে বিনীয় স্বভাব থেকে বঞ্চিত করা হয়েছে তাকে কল্যাণের বিরাট অংশ থেকে বঞ্চিত করা হয়েছে।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান সহীহ্।)
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান সহীহ্।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4076- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أعطي حَظه من الرِّفْق فقد أعطي حَظه من الْخَيْر وَمن حرم حَظه من الرِّفْق فقد حرم حَظه من الْخَيْر
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح