আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৭০
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৭০. ইস্পাহানীর অন্য বর্ণনায় আছে, তিনি অজ্ঞাতনামা এক দ্বীপ বাসী থেকে, তিনি হযরত মায়মুন ইবনে মিহরান (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর নিকট চরিত্রহীন ব্যক্তি অপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি আর কেউ নেই। কেননা, সে একটি গুনাহ থেকে বেরিয়ে এসে অন্য একটি গুনাহে জড়িয়ে পড়ে। উপরোক্ত হাদীসটি মুরসাল সূত্রে বর্ণিত।
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4070- وَفِي رِوَايَة للأصبهاني عَن رجل من أهل الجزيرة لم يسمه عَن مَيْمُون بن مهْرَان قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من ذَنْب أعظم عِنْد الله عز وَجل من سوء الْخلق وَذَلِكَ أَن صَاحبه لَا يخرج من ذَنْب إِلَّا وَقع فِي ذَنْب
وَهَذَا مُرْسل
وَهَذَا مُرْسل