আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৬৯
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৬৯. হযরত আয়েশা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: প্রত্যেক অপরাধীর তাওবার সুযোগ রয়েছে, কেবলমাত্র চরিত্রহীন ব্যক্তি ব্যতীত। কেননা, যখন সে কোন গুনাহ থেকে তাওবা করে, পরে সে আরো জঘন্য গুনাহর দিকে ধাবিত হয়।
(তাবারানীর সাগীর গ্রন্থে ও ইস্পাহানী বর্ণিত।)
(তাবারানীর সাগীর গ্রন্থে ও ইস্পাহানী বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4069- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من شَيْء إِلَّا لَهُ تَوْبَة إِلَّا صَاحب سوء الْخلق فَإِنَّهُ لَا يَتُوب من ذَنْب إِلَّا عَاد فِي شَرّ مِنْهُ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأصبهاني
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأصبهاني