আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪০৫৯
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৫৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা হযরত উম্মু হাবীবা (রা) রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ্! দুনিয়াতে যে নারীর দু'জন স্বামী রয়েছে, এরপর সে (নারী) মৃত্যুবরণ করে জান্নাতী হল এবং তার দুই স্বামীও জান্নাতী হল, এমতাবস্থায় সে কার সঙ্গ লাভ করবে, প্রথম স্বামীর না দ্বিতীয় স্বামীর? তিনি বলেনঃ তাকে স্বাধীনতা দেয়া হবে। সুনিয়ার উভয়ের মধ্যে যে স্বামী সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিল, সে জান্নাতে তার সঙ্গে থাকবে। হে উম্মু হাবীবা! একমাত্র চরিত্রবান ব্যক্তিই দুনিয়া ও আখিরাত উভয় জাহানের সঠিক কল্যাণ লাভ করবে।
(তাবারানী (র) কাবীর ও আওসাত গ্রন্থে উম্মু সালামা (রা) সূত্রে দীর্ঘ হাদীস বর্ণনা করেন। ইনশাআল্লাহ্ صفة الجنة অধ্যায়ে তার বিবরণ আসবে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4059- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَت أم حَبِيبَة يَا رَسُول الله الْمَرْأَة يكون لَهَا زوجان ثمَّ تَمُوت فَتدخل الْجنَّة هِيَ وزوجاها لأيهما تكون للْأولِ أَو للْآخر قَالَ تخير أحسنهما خلقا كَانَ مَعهَا فِي الدُّنْيَا يكون زَوجهَا فِي الْجنَّة يَا أم حَبِيبَة ذهب حسن الْخلق بِخَير الدُّنْيَا وَالْآخِرَة

رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَزَّار بِاخْتِصَار وَرَوَاهُ الطَّبَرَانِيّ أَيْضا فِي الْكَبِير والأوسط من حَدِيث أم سَلمَة فِي آخر حَدِيث طَوِيل يَأْتِي فِي صفة الْجنَّة إِن شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান