আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৫৮
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৫৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের মধ্যকার ঐ ব্যক্তিগণ আমার নিকট সর্বাধিক প্রিয়, যাদের আমি চরিত্রবান মনে করি। তারা প্রতিবেশীকে কষ্ট দেয় না বরং তারা তাদের ভালবাসে এবং তারাও তাদের ভালবাসে। তোমাদের মধ্যকার ঐ ব্যক্তিগণ আমার নিকট সর্বাধিক অপ্রিয়, যারা মানুষের দোষ-ত্রুটি নিয়ে ঘুরে বেড়ায়, বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং নিষ্কলংক মানুষের দোষ খুঁজে বেড়ায়।
(তাবারানীর সাগীর ও আওসাত গ্রন্থে বর্ণিত। বাযযার (র) হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) থেকেও সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন এবং "চোগলখুরী অনুচ্ছেদে" ইনশাআল্লাহ্ আবদুর রহমান ইবনে গান্ম (র) থেকে অনুরূপ বর্ণনা সামনে আসবে।)
(তাবারানীর সাগীর ও আওসাত গ্রন্থে বর্ণিত। বাযযার (র) হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) থেকেও সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন এবং "চোগলখুরী অনুচ্ছেদে" ইনশাআল্লাহ্ আবদুর রহমান ইবনে গান্ম (র) থেকে অনুরূপ বর্ণনা সামনে আসবে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4058- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أحبكم إِلَيّ
أحاسنكم أَخْلَاقًا الموطئون أكنافا الَّذين يألفون ويؤلفون وَإِن أبغضكم إِلَيّ المشاؤون بالنميمة المفرقون بَين الْأَحِبَّة الملتمسون للبرآء الْعَيْب
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط وَرَوَاهُ الْبَزَّار من حَدِيث عبد الله بن مَسْعُود بِاخْتِصَار وَيَأْتِي فِي النميمة إِن شَاءَ الله حَدِيث عبد الرَّحْمَن بن غنم بِمَعْنَاهُ
أحاسنكم أَخْلَاقًا الموطئون أكنافا الَّذين يألفون ويؤلفون وَإِن أبغضكم إِلَيّ المشاؤون بالنميمة المفرقون بَين الْأَحِبَّة الملتمسون للبرآء الْعَيْب
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط وَرَوَاهُ الْبَزَّار من حَدِيث عبد الله بن مَسْعُود بِاخْتِصَار وَيَأْتِي فِي النميمة إِن شَاءَ الله حَدِيث عبد الرَّحْمَن بن غنم بِمَعْنَاهُ