আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৪৪
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৪৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ ইবরাহীম (আ)-এর নিকট এই মর্মে ওহী প্রেরণ করেন যে, হে আমার বন্ধু! তোমার সৎস্বভাব তোমাকে নেক্কারদের স্তরে পৌঁছাবে, যদিও তা কাফিরদের সাথে হোক না কেন। আমার চূড়ান্ত ফয়সালা হচ্ছে এই যে, যে ব্যক্তি চরিত্রকে সুশোভিত করে নিয়েছে, আমি তাকে আমার আরশের নিচে ছায়া দান করব, তাকে জান্নাতের নহর হতে পবিত্র পানি পান করাব এবং তাকে আমার কাছে টেনে নেব।
(তাবারানী বর্ণিত।)
(তাবারানী বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4044- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أوحى الله إِلَى إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام يَا خليلي حسن خلقك وَلَو مَعَ الْكفَّار تدخل مدْخل الْأَبْرَار وَإِن كلمتي سبقت لمن حسن خلقه أَن أظلهُ تَحت عَرْشِي وَأَن أسقيه من حَظِيرَة قدسي وَأَن أدنيه من جواري
رَوَاهُ الطَّبَرَانِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ