আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪০৪৩
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৪৩. হযরত জবির ইবনে আবদুল্লাহ্ (রা) সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে, তিনি জিব্রাঈল (আ) থেকে, তিনি আল্লাহর সূত্রে বর্ণনা করেন। তিনি (আল্লাহ) বলেছেন: নিশ্চয়ই এই দীন, যা আমি আশার নিজের জন্য মনোনীত করেছি, কখনো দানশীল ও চরিত্রবান হওয়া ব্যতীত কেউই তার যোগ্য নয়। অতএব তোমরা উল্লিখিত দু'টি গুণ দ্বারা দীনকে সুশোভিত কর, যতদিন তোমরা ধর্মের উপর অবিচল থাক।
(তাবারানীর আওসাত গ্রন্থে বর্ণিত। 'কৃপণতা ও দান সম্পর্কিত অনুচ্ছেদে' ইমরান ইবনে হুসায়ন (রা) থেকে মর্মানুরূপ হাদীস অতিবাহিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4043- وَرُوِيَ عَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن جِبْرِيل عَن الله تَعَالَى قَالَ إِن هَذَا دين ارتضيته لنَفْسي وَلنْ يصلح لَهُ إِلَّا السخاء وَحسن الْخلق فأكرموه بهما مَا صحبتموه

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَتقدم فِي الْبُخْل والسخاء حَدِيث عمرَان بن حُصَيْن بِمَعْنَاهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান