আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৯৬
অধ্যায়ঃ সদ্ব্যবহার
মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৯৬. হযরত ইবনে উমার ও হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি তার ভাইয়ের অধিকার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে অগ্রগামী হয়, আল্লাহ তাকে পঁচাত্তর হাজার ফেরেশতা দিয়ে ছায়া দেন, তারা সকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে এবং তাকে দু'আ করে। যদি সে এই কাজটি সকালে করে, তবে তা সন্ধ্যা পর্যন্ত, আর যদি সন্ধ্যায় করে তবে তা সকাল পর্যন্ত অব্যাহত থাকে। সে যতগুলো কদম রাখে, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তার একটি গুনাহ মোচন করেন এবং একটি মর্যাদা সমুন্নত করেন।
(আবু শায়খ ইবনে হিব্বান ও অন্যান্যগণ বর্ণনা করেন।)
(আবু শায়খ ইবনে হিব্বান ও অন্যান্যগণ বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3996- وَرُوِيَ عَن ابْن عمر وَأبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من مَشى فِي حَاجَة أَخِيه حَتَّى يثبتها لَهُ أظلهُ الله عز وَجل بِخَمْسَة وَسبعين ألف ملك يصلونَ لَهُ وَيدعونَ لَهُ إِن كَانَ صباحا حَتَّى يُمْسِي وَإِن كَانَ مسَاء حَتَّى يصبح وَلَا يرفع قدما إِلَّا حط الله عَنهُ بهَا خَطِيئَة وَرفع لَهُ بهَا دَرَجَة
رَوَاهُ أَبُو الشَّيْخ وَابْن حبَان وَغَيره
رَوَاهُ أَبُو الشَّيْخ وَابْن حبَان وَغَيره