আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৯৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৯৫. হযরত ইবনে আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন মেটাতে অগ্রসর হয়, তা তার জন্য দশ বছর ই'তিকাফ করা অপেক্ষাও উত্তম। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ই'তিকাফ করবে, আল্লাহ্ তার ও জাহান্নামের মধ্যে তিনটি পরিখা খনন করবেন না। আর এক একটি পরিখার দূরত্ব পৃথিবীর একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হবে।
(তাবারানীর আওসাত গ্রন্থে ও হাকিম বর্ণিত। তবে ইমাম হাকিমের বর্ণনায় রয়েছে। তিনি হাতে আংগুলের দ্বারা ইশারা করে বলেন: তোমাদের কারো তার ভাইয়ের প্রয়োজন মেটাতে অগ্নগামী হওয়া, আমার এই মসজিদে দুই মাস ই'তিকাফ করা অপেক্ষাও উত্তম।)
(তাবারানীর আওসাত গ্রন্থে ও হাকিম বর্ণিত। তবে ইমাম হাকিমের বর্ণনায় রয়েছে। তিনি হাতে আংগুলের দ্বারা ইশারা করে বলেন: তোমাদের কারো তার ভাইয়ের প্রয়োজন মেটাতে অগ্নগামী হওয়া, আমার এই মসজিদে দুই মাস ই'তিকাফ করা অপেক্ষাও উত্তম।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3995- وَعَن ابْن عَبَّاس أَيْضا رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من مَشى فِي حَاجَة أَخِيه كَانَ خيرا لَهُ من اعْتِكَاف عشر سِنِين وَمن اعْتكف يَوْمًا ابْتِغَاء وَجه الله جعل الله بَينه وَبَين النَّار ثَلَاث خنادق كل خَنْدَق أبعد مِمَّا بَين الْخَافِقين
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد إِلَّا أَنه قَالَ لِأَن يمشي أحدكُم مَعَ أَخِيه فِي قَضَاء حَاجته وَأَشَارَ بِأُصْبُعِهِ أفضل من أَن يعْتَكف فِي مَسْجِدي هَذَا شَهْرَيْن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد إِلَّا أَنه قَالَ لِأَن يمشي أحدكُم مَعَ أَخِيه فِي قَضَاء حَاجته وَأَشَارَ بِأُصْبُعِهِ أفضل من أَن يعْتَكف فِي مَسْجِدي هَذَا شَهْرَيْن