আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৯৩
অধ্যায়ঃ সদ্ব্যবহার
মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৯৩. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি যতদিন মানুষের দুঃখ দুর্দশা দূরীকরণার্থে সম্পদ দান অব্যাহত রাখে, ততদিন পর্যন্ত আল্লাহর নি'আমত তার উপর অবধারিত থাকে। পক্ষান্তরে যে ব্যক্তি মানুষের দুঃখ লাঘবের জন্য সম্পদ ব্যয় করে না, পরিণামে ঐ নি'আমত ধ্বংস হওয়ার কারণ হয়ে দাঁড়ায়।
(ইবনে আবুদ দুনিয়া, তাবারানী ও অন্যান্যগণ বর্ণনা করেন।)
(ইবনে আবুদ দুনিয়া, তাবারানী ও অন্যান্যগণ বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3993- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا عظمت نعْمَة الله عز وَجل على عبد إِلَّا اشتدت إِلَيْهِ مُؤنَة النَّاس وَمن لم يحمل تِلْكَ الْمُؤْنَة للنَّاس فقد عرض تِلْكَ النِّعْمَة للزوال
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ وَغَيرهمَا
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ وَغَيرهمَا