আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৯২
অধ্যায়ঃ সদ্ব্যবহার
মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৯২. হযরত আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ তা'আলার এমন কিছু সংখ্যক বান্দা আছে, যাদেরকে তিনি সম্পদশালী করে মানব কল্যাণ সাধনের জন্য নির্ধারিত করেছেন। তারা যতদিন দান করে, ততদিন তাদেরকে তাদের সম্প্রদায়ের মধ্যে প্রতিষ্ঠিত রাখেন। এরপর যখন তারা দান থেকে হাত গুটিয়ে নেয়, তখন আল্লাহও তাদের থেকে তার নি'আমত (সম্পদ) কেড়ে নেন এবং এ নি'আমত দ্বারা অন্যকে ধন্য করেন।
(ইবনে আবুদ দুনিয়া, তাবারানীর কাবীর ও আওসাত গ্রন্থে বর্ণিত। তিনি বলেন, হাদীসটিকে হাসান বলা হলে তা গ্রহণযোগ।)
(ইবনে আবুদ দুনিয়া, তাবারানীর কাবীর ও আওসাত গ্রন্থে বর্ণিত। তিনি বলেন, হাদীসটিকে হাসান বলা হলে তা গ্রহণযোগ।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3992- وَرُوِيَ عَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لله أَقْوَامًا اختصهم بِالنعَم لمنافع الْعباد يقرهم فِيهَا مَا بذلوها فَإِذا منعوها نَزعهَا مِنْهُم فحولها إِلَى غَيرهم
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَلَو قيل بتحسين سَنَده لَكَانَ مُمكنا
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَلَو قيل بتحسين سَنَده لَكَانَ مُمكنا