আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯৬৩
অধ্যায়ঃ সদ্ব্যবহার
কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৬৩. নাফি (র) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত ইবনে উমার (রা) এক ব্যক্তিকে এরূপ বলতে শোনেন যে, যালিম থেকে লোভী অধিক বিশ্বাসঘাতক, তখন হযরত ইবনে উমার (রা) বলেন: তুমি ঠিক বলনি। কেননা, আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি: লোভী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না।
(তাবারানী আওসাত গ্রন্থে বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3963- وَرُوِيَ عَن نَافِع رَضِي الله عَنهُ قَالَ سمع ابْن عمر رَضِي الله عَنْهُمَا رجلا يَقُول الشحيح أغدر من الظَّالِم فَقَالَ ابْن عمر كذبت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الشحيح لَا يدْخل الْجنَّة

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiqতাহকীক:তাহকীক চলমান