আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৬২
অধ্যায়ঃ সদ্ব্যবহার
কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৬২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সম্পদের প্রতি লোভের ন্যায় কোন বস্তু ইসলামকে ধ্বংস করে না।
(আবু ই'আলা ও তাবারানী বর্ণিত।)
(আবু ই'আলা ও তাবারানী বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3962- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا محق الْإِسْلَام محق الشُّح شَيْء
رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ
رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ