আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯৫৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
বৃক্ষরোপন এবং ফলবান বৃক্ষরোপনের প্রতি অনুপ্রেরণা
৩৯৫৫. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কোন এক বুধবার বনু আমর ইবনে আওফ গোত্রের নিকট আসেন। বর্ণনাকারী দীর্ঘ হাদীস বর্ণনা করার পর বলেন, তিনি (রাসূলুল্লাহ ﷺ বলেছেন: হে আনসার সম্প্রদায়! তারা বলল, ইয়া রাসূলুল্লাহ্! আমরা আপনার খিদমতে উপস্থিত আছি। এরপর তিনি বলেন: জাহিলী যুগে তোমরা আল্লাহর ইবাদত করতে না, অথচ দুঃস্থের সেবায় আত্মনিয়োগ করতে, তোমাদের সম্পদ ভালো পথে ব্যয় করতে, পথিকদের সেবা করতে, এরপর আল্লাহ্ তোমাদের উপর ইসলাম ও তাঁর নবী (ﷺ) দ্বারা অনুগ্রহ করলেন, অথচ তোমরা সম্পদ আহরণে ব্যস্ত হয়ে পড়েছ। (জেনে রাখ): তোমার সম্পদ থেকে যত বনী আদম আহার করবে অথবা হিংস প্রাণী এবং পাখি ভক্ষণ করবে, তাতে রয়েছে পুরষ্কার। রাবী বলেন। এরপর কাওমের লোকেরা চলে গেল এবং প্রত্যেকে নিজ নিজ বাগানের ত্রিশটি দরজা উন্মুক্ত করে দিল। (যাতে দুঃস্থ লোকেরা সহজে আহার করতে পারে।)
(হাকিম বর্ণিত। তিনি বলেন, হাদীসটির সনদসূত্র বিশুদ্ধ। তিনি বলেন: উক্ত হাদীসের মর্মানুযায়ী খেজুর আংগুর ইত্যাদির বাগানের চারদিকে দুঃস্থ ও বুভুক্ষ মানুষের আগমনে প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রাচীর নির্মাণ করা নিষিদ্ধ সাব্যস্ত হলো, যাতে তা থেকে অবাধে সবাই আহার করতে পারে।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الزَّرْع وغرس الْأَشْجَار المثمرة
3955 - وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ أَتَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بني عَمْرو بن عَوْف يَوْم الْأَرْبَعَاء فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ يَا معشر الْأَنْصَار قَالُوا لبيْك يَا رَسُول الله فَقَالَ كُنْتُم فِي الْجَاهِلِيَّة إِذْ لَا تَعْبدُونَ الله تحملون الْكل وتفعلون فِي أَمْوَالكُم الْمَعْرُوف وتفعلون إِلَى ابْن السَّبِيل حَتَّى إِذا من الله عَلَيْكُم بِالْإِسْلَامِ وبنبيه إِذا أَنْتُم تحصنون أَمْوَالكُم فِيمَا يَأْكُل ابْن آدم أجر وَفِيمَا يَأْكُل السَّبع وَالطير أجر
قَالَ فَرجع الْقَوْم فَمَا مِنْهُم أحد إِلَّا هدم من حديقته ثَلَاثِينَ بَابا

رَوَاهُ الْحَاكِم
وَقَالَ صَحِيح الْإِسْنَاد قَالَ وَفِيه النَّهْي الْوَاضِح عَن تحصين الْحِيطَان والنخيل وَالْكَرم وَغَيرهَا من المحتاجين والجائعين أَن يَأْكُلُوا مِنْهَا شَيْئا انْتهى
tahqiqতাহকীক:তাহকীক চলমান