আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯৫৪
অধ্যায়ঃ সদ্ব্যবহার
বৃক্ষরোপন এবং ফলবান বৃক্ষরোপনের প্রতি অনুপ্রেরণা
৩৯৫৪. হযরত আনাস (রা) সূত্রে পেছনের (كتاب العلم অন্যান্য অনুচ্ছেদে) হাদীসটি এরূপ বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মৃত্যুর পরে কবরে সাত শ্রেণীর মানুষের কাছে তাদের আমলের সাওয়াব অব্যাহত থাকে। তারা হল: ১. যে ব্যক্তি দীনী শিক্ষা দান করে, ২. খাল খনন করে, ৩. কূপ খনন করে, ৪. খেজুর বৃক্ষরোপন করে, ৫. মসজিদ তৈরী করে, ৬. ধর্মীয় গ্রন্থ রচনা করে এবং ৭. মৃত্যুর পরে দু'আ করার জন্য কোন সুসন্তান রেখে যায়।
(বাযযার, আবু নাঈম ও বায়হাকী বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الزَّرْع وغرس الْأَشْجَار المثمرة
3954- وَتقدم فِي كتاب الْعلم وَغَيره حَدِيث أنس قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سبع يجْرِي للْعَبد أجرهن وَهُوَ فِي قَبره وَهُوَ بعد مَوته من علم علما أَو كرى نَهرا أَو حفر بِئْرا أَو غرس نخلا أَو بنى مَسْجِدا أَو ورث مُصحفا أَو ترك ولدا يسْتَغْفر لَهُ بعد مَوته

رَوَاهُ الْبَزَّار وَأَبُو نعيم وَالْبَيْهَقِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান