আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯৪১
অধ্যায়ঃ সদ্ব্যবহার
মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৪১. হুমায়দ তাবীল (র) সূত্রে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলন: একবার তিনি অসুস্থ হয়ে পড়লে একদল লোক তার কুশল জানতে আসেন। তিনি তার খাদিমকে লক্ষ্য করে বলেনঃ হে খাদিম! টুকরা রুটি হলেও আমার বন্ধুদের নিকট পরিবেশন কর। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ "মহত্তম চরিত্র হচ্ছে জান্নাতীদের বৈশিষ্ট্য।"
(তাবারানীর আওসাত গ্রন্থে উত্তম সনদে বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3941- وَعَن حميد الطَّوِيل عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ دخل عَلَيْهِ قوم يعودونه فِي مرض لَهُ فَقَالَ يَا جَارِيَة هَلُمِّي لِأَصْحَابِنَا وَلَو كسرا فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَكَارِم الْأَخْلَاق من أَعمال الْجنَّة

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান