আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯১৯
অধ্যায়ঃ সদ্ব্যবহার
দীনী ভাই ও নেক্কার লোকের সাথে সাক্ষাৎকারীদের প্রতি সম্মান প্রদর্শন
৩৯১৯. হযরত যুর ইবনে হুবায়শ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমরা একবার সাফওয়ান ইবনে আসসাল মুরাদীর নিকট গেলাম। তখন তিনি আমাদের জিজ্ঞেস করেন: তোমরা কি সাক্ষাতের উদ্দেশ্যে এসেছ? আমরা বললামঃ হ্যাঁ। তখন তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি তার মু'মিন ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, ফিরে না আসা পর্যন্ত সে রহমতের বেষ্টনীতে ডুবে থাকে। আর যে ব্যক্তি তার মু'মিন ভাইয়ের কুশল জানতে চায়, সে যেন জান্নাতে পায়চারী করে যতক্ষণে সে ফিরে না আসে।
(তাবারানীর কাবীর গ্রন্থে বর্ণিত।)
(তাবারানীর কাবীর গ্রন্থে বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي زِيَارَة الإخوان وَالصَّالِحِينَ وَمَا جَاءَ فِي إكرام الزائرين
3919- وَرُوِيَ عَن زر بن حُبَيْش قَالَ أَتَيْنَا صَفْوَان بن عَسَّال الْمرَادِي فَقَالَ أزائرين قُلْنَا نعم فَقَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من زار أَخَاهُ الْمُؤمن خَاضَ فِي الرَّحْمَة حَتَّى يرجع وَمن عَاد أَخَاهُ الْمُؤمن خَاضَ فِي رياض الْجنَّة حَتَّى يرجع
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير