আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯১৮
অধ্যায়ঃ সদ্ব্যবহার
দীনী ভাই ও নেক্কার লোকের সাথে সাক্ষাৎকারীদের প্রতি সম্মান প্রদর্শন
৩৯১৮. আওন (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) যখন তার সাথীদের নিকট আসেন, তখন তিনি তাদের লক্ষ্য করে বলেন, তোমরা কি পরস্পরে এক মজলিসে বস? তারা বলল: আমরা তা বর্জন করি না। তিনি বলেন: তোমরা কি একে অন্যের সাথে সাক্ষাৎ কর? তারা বলল: হ্যাঁ, হে আরদুর রহমান! আমরা যদি একে অন্যের সাক্ষাৎ না পাই, তবে পদব্রজে তাকে খুঁজতে খুঁজতে কুফার প্রান্ত সীমা পর্যন্ত চলে যাই। তিনি বলেন: তোমরা এরূপ করলে কল্যাণের উপর থাকবে।
(তাবরানী বিভিন্ন সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي زِيَارَة الإخوان وَالصَّالِحِينَ وَمَا جَاءَ فِي إكرام الزائرين
3918- وَعَن عون قَالَ قَالَ عبد الله يَعْنِي ابْن مَسْعُود رَضِي الله عَنهُ لأَصْحَابه حِين قدمُوا عَلَيْهِ هَل تجالسون قَالُوا لَا نَتْرُك ذَاك
قَالَ فَهَل تزاورون قَالُوا نعم يَا أَبَا عبد الرَّحْمَن إِن الرجل منا ليفقد أَخَاهُ فَيَمْشِي على رجلَيْهِ إِلَى آخر الْكُوفَة حَتَّى يلقاه
قَالَ إِنَّكُم لن تزالوا بِخَير مَا فَعلْتُمْ ذَلِك

رَوَاهُ الطَّبَرَانِيّ وَهُوَ مُنْقَطع
tahqiqতাহকীক:তাহকীক চলমান