আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯১৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
দীনী ভাই ও নেক্কার লোকের সাথে সাক্ষাৎকারীদের প্রতি সম্মান প্রদর্শন
৩৯১৫. হযরত আবু রুযায়ন উকায়লী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: হে আবু রুযায়ন! যখন কোন মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, তখন সত্তর হাজার ফিরিশতা তাকে দু'আ করে এবং পিছে পিছে চলে। আর তারা বলতে থাকেঃ হে আল্লাহ্! সে যেরূপ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে তার ভাইয়ের সাক্ষাতে গেল, অনুরূপ তুমিও তোমার ভালবাসা তার প্রতি সম্পৃক্ত করে নাও।
(তাবারানীর আওসাত গ্রন্থে বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي زِيَارَة الإخوان وَالصَّالِحِينَ وَمَا جَاءَ فِي إكرام الزائرين
3915- وَرُوِيَ عَن أبي رزين الْعقيلِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا أَبَا رزين
إِن الْمُسلم إِذا زار أَخَاهُ الْمُسلم شيعه سَبْعُونَ ألف ملك يصلونَ عَلَيْهِ يَقُولُونَ اللَّهُمَّ كَمَا وَصله فِيك فَصله

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiqতাহকীক:তাহকীক চলমান