আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯১৪
অধ্যায়ঃ সদ্ব্যবহার
দীনী ভাই ও নেক্কার লোকের সাথে সাক্ষাৎকারীদের প্রতি সম্মান প্রদর্শন
৩৯১৪. হযরত আনাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: শোন! আমি কি তোমাদের কিছু সংখ্যক জান্নাতী লোকদের সম্পর্কে অবহিত করব না? আমি বললামঃ হাঁ, ইয়া রাসুলাল্লাহ্! তিনি বলেন। নবীগণ জান্নাতী, সিদ্দীকগণ জান্নাতী এবং ঐ ব্যক্তিও জান্নাতী, যে তার ভাইয়ের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শহরের উপকণ্ঠে এসে সাক্ষাৎ করে। আল-হাদীস।
(তাবারানীর আওসাত ও সাগীর গ্রন্থে বর্ণিত।
حق الزوجين অনুচ্ছেদে হাদীসটি পূর্ণ বিবরণ অতিবাহিত হয়েছে।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي زِيَارَة الإخوان وَالصَّالِحِينَ وَمَا جَاءَ فِي إكرام الزائرين
3914- وَعَن أنس أَيْضا رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَلا أخْبركُم برجالكم فِي الْجنَّة قُلْنَا بلَى يَا رَسُول الله قَالَ النَّبِي فِي الْجنَّة وَالصديق فِي الْجنَّة وَالرجل يزور أَخَاهُ فِي نَاحيَة الْمصر لَا يزوره إِلَّا لله فِي الْجنَّة الحَدِيث

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير وَتقدم بِتَمَامِهِ فِي حق الزَّوْجَيْنِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান