আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯১৩
অধ্যায়ঃ সদ্ব্যবহার
দীনী ভাই ও নেক্কার লোকের সাথে সাক্ষাৎকারীদের প্রতি সম্মান প্রদর্শন
৩৯১৩. হযরত আনাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তার দীনি ভাইয়ের সাক্ষাতে যায়, তখন আসমান থেকে একজন ফিরিশতা এই বলে আহ্বান করে, তুমি উত্তম কাজ করেছ এবং তোমার জন্য উত্তমভাবে জান্নাত সাজানো হয়েছে অথবা আল্লাহ তাঁর আরশে আযীমে এই বলে ঘোষণা দেন, আমার বান্দা আমার ভালবাসার উদ্দেশ্যে সাক্ষাৎ করেছে, তার আপ্যায়ন আমার উপর অপরিহার্য। আল্লাহ্ কেবল তাকে জান্নাত দিয়েই সন্তুষ্ট হবেন।আল-হাদীস।
(আবু ই'আলা উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي زِيَارَة الإخوان وَالصَّالِحِينَ وَمَا جَاءَ فِي إكرام الزائرين
3913- وَعَن أنس رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من عبد أَتَى أَخَاهُ يزوره فِي الله إِلَّا ناداه ملك من السَّمَاء أَن طبت وَطَابَتْ لَك الْجنَّة وَإِلَّا قَالَ الله فِي ملكوت عَرْشه عَبدِي زار فِي وَعلي قراه فَلم يرض لَهُ بِثَوَاب دون الْجنَّة الحَدِيث

رَوَاهُ الْبَزَّار وَأَبُو يعلى بِإِسْنَاد جيد

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছে মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাত করতে যাওয়ার ফযীলত বর্ণিত হয়েছে। যাত্রাকালে ফিরিশতা তাকে ডেকে বলে- طِبْتَ (তুমি আনন্দিত হও)। অর্থাৎ তোমার এ গমনের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে যে বিরাট পুরস্কার বরাদ্দ আছে, সেজন্য তুমি খুশি হও। অথবা এর অর্থ, তুমি পবিত্র হয়ে গেলে। এটা পাপের মলিনতা থেকে পবিত্রতা। রোগী দেখতে গেলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেন। অনুরূপ মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলেও।

অন্য বর্ণনায় আছে, ফিরিশতা আরও বলে- وَطَابٌ مَمْشَاكَ (তোমার চলা কল্যাণকর হোক)। অর্থাৎ এ চলার কারণে আল্লাহর কাছে তোমার যে পুরস্কার বরাদ্দ আছে কিংবা এর দ্বারা তোমার যে গুনাহ মাফ হবে তা তোমার পক্ষে এক বিরাট কল্যাণ। সে কল্যাণ তোমার লাভ হোক।

ফিরিশতা সবশেষে সুসংবাদ দেয়- তোমার জন্য উত্তমভাবে জান্নাত সাজানো হয়েছে। অর্থাৎ এ যাত্রার বিনিময়ে জান্নাতে আল্লাহ তাআলা তোমার জন্য একটি ঠিকানা, একটি নিবাস স্থির করে রেখেছেন। আল্লাহর কাছে আমরা দুআ করি তুমি যেন তোমার সে ঠিকানায় পৌঁছতে পার। আল্লাহু আকবার! কত সহজ কাজের কত বড় পুরস্কার! দয়াময় মহান আল্লাহ বান্দার ছোট ছোট কাজের বিনিময়েও এভাবে বড় বড় পুরস্কার দিয়ে থাকেন।

রোগী দেখতে যাওয়া ও মুসলিম ভাইয়ের সাক্ষাতে গমন সম্পর্কেই অপর এক হাদীছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

مَنْ زَارَ أَخَاهُ الْمُؤْمِنَ خَاضَ فِي رِيَاضِ الجَنَّةِ حَتّى يَرْجِعَ، وَمَنْ عَادَ أَخَاهُ الْمُؤْمِ خاض فِي رِبَاضِ الْجَنَّةِ حَتَّى يَرْجِعَ

‘যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাত করে, সে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের বাগানে বিচরণ করতে থাকে। যে ব্যক্তি তার অসুস্থ মুমিন ভাইকে দেখতে যায়, সে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের বাগানে বিচরণ করতে থাকে।২৩৬

প্রকাশ থাকে যে, নেককার লোকদের জন্য ফিরিশতাদের দুআ করার কথা কুরআন মাজীদের বিভিন্ন আয়াতেও বর্ণিত আছে।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. আল্লাহ তাআলার মহব্বতে কোনও মুমিন ভাইয়ের সঙ্গে সাক্ষাত করতে যাওয়া একটি বড় নেক আমল।

খ. ভালো কাজের বিনিময়ে জান্নাতে পুরস্কার বরাদ্দ আছে। ভালো কাজ সে নিয়তেই করা উচিত, দুনিয়ার উদ্দেশ্যে নয়।

গ. ফিরিশতাগণ নেককার মানুষের জন্য দুআ করে থাকে। তাদের দুআলাভের আকাঙ্ক্ষা থাকা চাই ।

২৩৬. তাবারানী, আল মু'জামুল কাবীর, হাদীছ নং ৭৩৮৯
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান