আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯০৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
প্রতিবেশীকে কষ্ট দেওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং তার অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ
৩৯০৫. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, বিদায় হজ্জে কানকাটা উটে আরোহী অবস্থায় আমি তাঁকে বলতে শুনেছি। তিনি বলেছেন। আমি তোমাদেরকে প্রতিবেশীর ব্যাপারে উপদেশ দিচ্ছি এই কথাটি তিনি বেশ কয়েকবার উচ্চারণ করেন। আমি বললাম। নিশ্চয়ই তাকে উত্তরাধিকারী করা হবে। তাবারানী উত্তম সনদ সূত্রে বর্ণনা করেন।
كتاب البر والصلة
التَّرْهِيب من أَذَى الْجَار وَمَا جَاءَ فِي تَأْكِيد حَقه
3905- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ على نَاقَته الجدعاء فِي حجَّة الْوَدَاع يَقُول أوصيكم بالجار حَتَّى أَكثر فَقلت إِنَّه يورثه رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد