আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯০১
অধ্যায়ঃ সদ্ব্যবহার
প্রতিবেশীকে কষ্ট দেওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং তার অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ
৩৯০১. হযরত আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর কাছে ঐ ব্যক্তি উত্তম, যে তার সাথীদের নিকট ভাল এবং আল্লাহর কাছে উত্তম হল ঐ ব্যক্তি, যে তার প্রতিবেশীর নিকট ভাল।
(তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান-গরীব। ইবনে খুযায়মা ও ইবনে হিব্বান (র) উভয়ের সহীহ গ্রন্থ এবং হাকিম বর্ণিত। তিনি বলেনঃ মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি বিশুদ্ধ।)
كتاب البر والصلة
التَّرْهِيب من أَذَى الْجَار وَمَا جَاءَ فِي تَأْكِيد حَقه
3901- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خير الْأَصْحَاب عِنْد الله خَيرهمْ لصَاحبه وَخير الْجِيرَان عِنْد الله خَيرهمْ لجاره

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم

হাদীসের ব্যাখ্যা:

الاصحاب শব্দটি صاحب (সঙ্গী) এর বহুবচন। দীন ও দুনিয়াবী কাজকর্ম এবং সফরকালে বা বাড়িতে থাকা অবস্থায় যাদের সাহচর্য অবলম্বন করা হয় বা যাদের সঙ্গে মেলামেশা করা হয় তাদের জন্য শব্দটি ব্যবহৃত হয়। সে হিসেবে সঙ্গী মর্যাদায়- উপরে, নিচে, সমকক্ষ সবরকমই হতে পারে। এমনিভাবে বয়সেও বড়, ছোট বা সমান হতে পারে। তা যাই হোক না কেন, সঙ্গী হিসেবে আল্লাহ তাআলার কাছে মর্যাদা ও ছাওয়াবের দিক থেকে উৎকৃষ্ট সেই ব্যক্তি, যার দ্বারা অন্য সঙ্গীগণ বেশি উপকার লাভ করে থাকে।

একই কথা প্রতিবেশীদের জন্যও প্রযোজ্য। যে প্রতিবেশী দ্বারা অন্য প্রতিবেশীরা বেশি উপকৃত হয়, আল্লাহ তাআলার কাছে প্রতিবেশী হিসেবে তার মর্যাদা ও ছাওয়াবই অন্যদের তুলনায় বেশি।

এর দ্বারা বোঝা যায় সঙ্গী ও প্রতিবেশী হিসেবে সেই ব্যক্তি তুলনামূলক মন্দ হবে, যার দ্বারা অন্য সঙ্গী ও অন্য প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়। যার দ্বারা যতবেশি ক্ষতিগ্রস্ত হবে সে ততই মন্দ সঙ্গী ও মন্দ প্রতিবেশী বলে গণ্য হবে।

এর দ্বারা আরও বোঝা যায় প্রত্যেক ব্যক্তির জন্য এই ভালো ও মন্দ হওয়াটা আপেক্ষিক। অর্থাৎ এক ব্যক্তি প্রতিবেশী হিসেবে উত্তম হলেও অন্যদের তুলনায় অন্য হিসেবে মন্দও হতে পারে। এমনিভাবে এমনও হতে পারে যে, এক ব্যক্তি প্রতিবেশী হিসেবে ভালো নয়, কিন্তু তার মধ্যে অন্য অনেক গুণ আছে এবং সেসব গুণ বিবেচনায় সে অন্যদের তুলনায় উত্তম। সুতরাং কোনও এক দিক বিবেচনায় উত্তম হয়েই সন্তুষ্ট থাকা উচিত নয়; বরং প্রত্যেকের কর্তব্য নিজ শক্তি-সামর্থ্য অনুযায়ী সম্ভাব্য সকল বিবেচনায় উচ্চস্তরে পৌঁছার চেষ্টা করা।

বস্তুত ভালো প্রতিবেশী পাওয়াটাও মানুষের পক্ষে অনেক বড় সৌভাগ্য। এক হাদীছেও এটিকে সৌভাগ্য বলা হয়েছে। ইরশাদ হয়েছে-

إِنَّ مِنْ سَعَادَةِ الْمُسْلِم الْمَسْكَنَ الْوَاسِعَ ، وَالْجَارَ الصَّالِحَ، وَالْمَرْكَبَ الْهَنِي

‘প্রশস্ত বাসস্থান, উত্তম প্রতিবেশী ও স্বাচ্ছন্দ্যপূর্ণ বাহন দুনিয়ায় মুসলিম ব্যক্তির সৌভাগ্য বটে। ৪৮

আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিবেশী হওয়ার তাওফীক দান করুন।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. এ হাদীছ দ্বারা শিক্ষা পাওয়া যায় যে, সেবাদানেই শ্রেষ্ঠত্ব নিহিত, সেবাগ্রহণে নয়।

খ. এ হাদীছ আমাদেরকে সঙ্গী-সাথী ও প্রতিবেশীদের বেশি বেশি সেবা করার উৎসাহ যোগায় ।

৪৮. বুখারী, আল আদাবুল মুফরাদ, হাদীছ নং ১১৬; বায়হাকী, শুআবুল ঈমান, হাদীছ নং ৯১১১; আল খারাইতী, মাকারিমুল আখলাক, হাদীছ নং ২৫১
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান