আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯০২
অধ্যায়ঃ সদ্ব্যবহার
প্রতিবেশীকে কষ্ট দেওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং তার অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ
৩৯০২. হযরত মুতাররাফ ইবনে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আবূ যার (রা) থেকে আমার নিকট এই মর্মে একটি হাদীস পৌঁছেছে। একদা আমি তাঁর সাক্ষাৎ কামনা করি এবং আমি তাঁর সাথে সাক্ষাৎও করি। তখন আমি তাকে বলি: হে আবূ যার! আপনার পক্ষ থেকে আমার নিকট একটি হাদীস পৌঁছেছে। এজন্য আমি আপনার সাক্ষাৎ কামনা করেছি। তিনি (আবু যার) বলেনঃ তোমার পিতা আল্লাহর জন্য উৎসর্গিত হোক, তুমি আমার সাক্ষাতে এসেছ, তোমাকে মুবারাকবাদ। আমি বললামঃ আমার নিকট এই মর্মে আপনার পক্ষ থেকে একটি হাদীস পৌঁছেছে, যা রাসূলুল্লাহ্ (ﷺ) আপনার নিকট বর্ণনা করেছেন। তখন তিনি বলেন: তুমি কি ধারণা কর যে, আমি রাসুলুল্লাহ (ﷺ)-এর প্রতি মিথ্যা আরোপ করেছি? সে (মুতাররফ) বলল, আমি বললামঃ আল্লাহ্ যে তিন প্রকার লোক কে ভালবাসেন, তারা কারা? তখন তিনি (আবু যার) বলেন: তারা হলঃ ১. ঐ ব্যক্তি যে আল্লাহর পথে ধৈর্যধারণ করে। সাওয়াবের আশায় জিহাদ করে। এমন কি সে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। এ পর্যায়ে তোমরা কুরআন মজীদে এই আয়াত দেখতে পাচ্ছ। এরপর তিনি নিম্নোক্ত আয়াত পাঠ করেন:
إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُمْ بُنْيَانٌ مَرْصُوصٌ
"যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মত, আল্লাহ তাদেরকে ভালবাসেন"। (সূরা-সাফফ: ৪)। আমি বললাম। আর কে? তিনি বলেন: ঐ ব্যক্তি, যার প্রতিবেশী তার উপর অত্যাচার করে, অথচ সে তার অত্যাচারে ধৈর্যধারণ করে, এমন কি আল্লাহ তাকে হিফাযত করেন, হয়ত বা তাকে জীবিত রেখে নতুবা তাকে মুত্যু দিয়ে। এরপর তিনি হাদীসটি পুরোপুরি উল্লেখ করেন।
(আহমাদ এবং তাবারানী নিজ শব্দে, বর্ণনা করেন। তাবারানীর অন্য সনদে আহমাদ থেকে উভয়ের সনদসূত্র দলীলরূপে গ্রহণ করা বিশুদ্ধ এবং হাকিম ও অন্যান্যগণ অনুরূপ বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসটি ইমাম মুসলিমের শর্তানুযায়ী বিশুদ্ধ।)
كتاب البر والصلة
التَّرْهِيب من أَذَى الْجَار وَمَا جَاءَ فِي تَأْكِيد حَقه
3902- وَعَن مطرف يَعْنِي ابْن عبد الله قَالَ كَانَ يبلغنِي عَن أبي ذَر حَدِيث وَكنت أشتهي لقاءه فَلَقِيته فَقلت يَا أَبَا ذَر كَانَ يبلغنِي عَنْك حَدِيث وَكنت أشتهي لقاءك قَالَ لله أَبوك قد لقيتني فهات قلت حَدِيث بَلغنِي أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حَدثَك قَالَ إِن الله عز وَجل يحب ثَلَاثَة وَيبغض ثَلَاثَة
قَالَ فَمَا إخالني أكذب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ فَقلت فَمن هَؤُلَاءِ الثَّلَاثَة الَّذين يُحِبهُمْ الله عز وَجل قَالَ رجل غزا فِي سَبِيل الله صَابِرًا محتسبا فقاتل حَتَّى قتل وَأَنْتُم تجدونه عنْدكُمْ فِي كتاب الله عز وَجل ثمَّ تَلا إِن الله يحب الَّذين يُقَاتلُون فِي سَبيله صفا كَأَنَّهُمْ بُنيان مرصوص الصَّفّ 4 قلت وَمن قَالَ رجل كَانَ لَهُ جَار سوء يُؤْذِيه فيصبر على أَذَاهُ حَتَّى يَكْفِيهِ الله إِيَّاه بحياة أَو موت
فَذكر الحَدِيث

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَأحد إسنادي أَحْمد رجالهما مُحْتَج بهم فِي الصَّحِيح وَرَوَاهُ الْحَاكِم وَغَيره بِنَحْوِهِ وَقَالَ صَحِيح على شَرط مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান