আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮৯৬
অধ্যায়ঃ সদ্ব্যবহার
প্রতিবেশীকে কষ্ট দেওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং তার অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ
৩৮৯৬. হযরত আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এসে বলল: ইয়া রাসূলাল্লাহ্! আপনি আমাকে পরিধানের বস্ত্র দিন। তিনি তার থেকে মুখ ফিরিয়ে নেন। লোকটি পুনরায় বললঃ ইয়া রাসুলাল্লাহ! আপনি আমাকে পরিধেয় বস্ত্র দিন। উত্তরে তিনি বল্লেন: তোমার প্রতিবেশীর কি অতিরিক্ত দু'টি কাপড় নেই? সে বলল: হাঁ, তার একাধিক বস্ত্র আছে। তিনি বলেনঃ আল্লাহ্ তাকে এবং তোমাকে জান্নাতে একত্র করবেন না।
(তাবারানী তাঁর আওসাত গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন।)
(তাবারানী তাঁর আওসাত গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْهِيب من أَذَى الْجَار وَمَا جَاءَ فِي تَأْكِيد حَقه
3896- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله اكسني فَأَعْرض عَنهُ فَقَالَ يَا رَسُول الله اكسني
فَقَالَ أما لَك جَار لَهُ فضل ثَوْبَيْنِ قَالَ بلَى غير وَاحِد
قَالَ فَلَا يجمع الله بَيْنك وَبَينه فِي الْجنَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
فَقَالَ أما لَك جَار لَهُ فضل ثَوْبَيْنِ قَالَ بلَى غير وَاحِد
قَالَ فَلَا يجمع الله بَيْنك وَبَينه فِي الْجنَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط