আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮৯৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
প্রতিবেশীকে কষ্ট দেওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং তার অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ
৩৮৯৫. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় থাকে অথচ সে তৃপ্তি মিটিয়ে আহার করে, সে প্রকৃত মু'মিন নয়।
(তাবারানী, আবু ই'আলা বিশুদ্ধ সনদে হাকিম (র) আয়েশা (রা) থেকে বর্ণনা করেন, তবে তাঁর শব্দমালা এরূপ: "ঐ ব্যক্তি প্রকৃত মু'মিন নয়, যে তৃপ্তি সহকারে আহার করে রাত কাটায় অথচ তার নিকটতম প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।")
(তাবারানী, আবু ই'আলা বিশুদ্ধ সনদে হাকিম (র) আয়েশা (রা) থেকে বর্ণনা করেন, তবে তাঁর শব্দমালা এরূপ: "ঐ ব্যক্তি প্রকৃত মু'মিন নয়, যে তৃপ্তি সহকারে আহার করে রাত কাটায় অথচ তার নিকটতম প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।")
كتاب البر والصلة
التَّرْهِيب من أَذَى الْجَار وَمَا جَاءَ فِي تَأْكِيد حَقه
3895- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَنه قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ الْمُؤمن الَّذِي يشْبع وجاره جَائِع
رَوَاهُ الطَّبَرَانِيّ وَأَبُو يعلى وَرُوَاته ثِقَات وَرَوَاهُ الْحَاكِم من حَدِيث عَائِشَة
وَلَفظه لَيْسَ الْمُؤمن الَّذِي يبيت شبعانا وجاره جَائِع إِلَى جنبه
رَوَاهُ الطَّبَرَانِيّ وَأَبُو يعلى وَرُوَاته ثِقَات وَرَوَاهُ الْحَاكِم من حَدِيث عَائِشَة
وَلَفظه لَيْسَ الْمُؤمن الَّذِي يبيت شبعانا وجاره جَائِع إِلَى جنبه
হাদীসের ব্যাখ্যা:
ক্ষুধার্ত প্রতিবেশীকে খাদ্য প্রদান না করে যে ব্যক্তি পেট পুরে খায় সে ব্যক্তি মুসলমানধারী হলেও ঈমানের হাকীকত থেকে বঞ্চিত এবং তার এ ধরনের সংকীর্ণতা এবং স্বার্থপরতা ঈমানের সম্পূর্ণ পরিপন্থী।
রাসূলুল্লাহ (ﷺ)-এর মূল্যবান ইরশাদের আলোকে মুসলমানগণ প্রতিবেশীদের সাথে কোন ধরনের আচরণ করে থাকেন তা যদি পরখ করে দেখা যায়, তাহলে আমরা আমাদের ঈমানের অবস্থা অবলোকন করতে সক্ষম হব এবং নিজেদের অবস্থান কোথায় তাও বুঝতে পারব।
রাসূলুল্লাহ (ﷺ)-এর মূল্যবান ইরশাদের আলোকে মুসলমানগণ প্রতিবেশীদের সাথে কোন ধরনের আচরণ করে থাকেন তা যদি পরখ করে দেখা যায়, তাহলে আমরা আমাদের ঈমানের অবস্থা অবলোকন করতে সক্ষম হব এবং নিজেদের অবস্থান কোথায় তাও বুঝতে পারব।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)