আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮৮৪
অধ্যায়ঃ সদ্ব্যবহার
প্রতিবেশীকে কষ্ট দেওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং তার অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ
৩৮৮৪. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি যুদ্ধের উদ্দেশ্যে বের হন এবং বলেনঃ যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, সে যেন আমার সাথে না থাকে। কাওমের এক ব্যক্তি বলল: আমি আমার প্রতিবেশীর দেয়ালের কাছে পেশাব করেছি। তিনি বলেন। তবে তুমি আমার সঙ্গ ত্যাগ কর।
(তাবারানী বর্ণনা করেন, তবে তাঁর বর্ণনায় একজন অপরিচিত রাবী রয়েছেন।)
(তাবারানী বর্ণনা করেন, তবে তাঁর বর্ণনায় একজন অপরিচিত রাবী রয়েছেন।)
كتاب البر والصلة
التَّرْهِيب من أَذَى الْجَار وَمَا جَاءَ فِي تَأْكِيد حَقه
3884- وَرُوِيَ عَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ خرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي غزَاة قَالَ لَا يصحبنا الْيَوْم من آذَى جَاره
فَقَالَ رجل من الْقَوْم أَنا بلت فِي أصل حَائِط جاري فَقَالَ لَا تصحبنا الْيَوْم
رَوَاهُ الطَّبَرَانِيّ وَفِيه نَكَارَة
فَقَالَ رجل من الْقَوْم أَنا بلت فِي أصل حَائِط جاري فَقَالَ لَا تصحبنا الْيَوْم
رَوَاهُ الطَّبَرَانِيّ وَفِيه نَكَارَة