আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮৮৩
অধ্যায়ঃ সদ্ব্যবহার
প্রতিবেশীকে কষ্ট দেওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং তার অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ
৩৮৮৩. হযরত আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেবে, সে যেন আমাকেই কষ্ট দিল। আর যে ব্যক্তি আমাকে কষ্ট দিল, সে যেন স্বয়ং আল্লাহকে কষ্ট দিল। যে ব্যক্তি তার প্রতিবেশীর সাথে শত্রুতা পোষণ করল সে যেন আমার সাথেই শত্রুতা পোষণ করল আর যে ব্যক্তি আমার সাথে শত্রুতা পোষণ করল সে যেন মহান আল্লাহর সাথে শত্রুতা পোষন করল।
(আবু শায়খ ইবনে হিব্বানের তাওবীখ গ্রন্থে বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْهِيب من أَذَى الْجَار وَمَا جَاءَ فِي تَأْكِيد حَقه
3883- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من آذَى جَاره فقد آذَانِي وَمن آذَانِي فقد آذَى الله وَمن حَارب جَاره فقد حاربني وَمن حاربني فقد حَارب الله عز وَجل

رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب التوبيخ
tahqiqতাহকীক:তাহকীক চলমান