আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮৪৬
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮৪৬. হযরত আবু মূসা (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: তিন প্রকার লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা হল: ১. মদপানে অভ্যস্থ ব্যক্তি, ২. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং ৩. যাদুতে বিশ্বাসী ব্যক্তি।
(ইবনে হিব্বান ও অন্যান্যগণ বর্ণনা করেছেন। পূর্ণাঙ্গ হাদীসটি ،شرب الخمر অনুচ্ছেদে অতিবাহিত হয়েছে। আবু উমামা (রা) সূত্রে পেছনে বর্ণিত হয়েছে যে, তিনি (নবী ﷺ) বলেছেনঃ এই উম্মাতের একদল লোক পানাহার ও রং তামাসায় লিপ্ত থাকবে। তাদের মদপান, রেশমী বস্ত্র পরিধান, নর্তকীদের পোষকতাকরণ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে তাদের চেহারা বানর ও শূকরের চেহারায় রূপান্তরিত করা হবে।)
(ইবনে হিব্বান ও অন্যান্যগণ বর্ণনা করেছেন। পূর্ণাঙ্গ হাদীসটি ،شرب الخمر অনুচ্ছেদে অতিবাহিত হয়েছে। আবু উমামা (রা) সূত্রে পেছনে বর্ণিত হয়েছে যে, তিনি (নবী ﷺ) বলেছেনঃ এই উম্মাতের একদল লোক পানাহার ও রং তামাসায় লিপ্ত থাকবে। তাদের মদপান, রেশমী বস্ত্র পরিধান, নর্তকীদের পোষকতাকরণ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে তাদের চেহারা বানর ও শূকরের চেহারায় রূপান্তরিত করা হবে।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3846- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة لَا يدْخلُونَ الْجنَّة مدمن الْخمر وقاطع الرَّحِم ومصدق بِالسحرِ
رَوَاهُ ابْن حبَان وَغَيره وَتقدم بِتَمَامِهِ فِي شرب الْخمر
وَتقدم فِيهِ أَيْضا حَدِيث أبي أُمَامَة يبيت قوم من هَذِه الْأمة على طعم وَشرب وَلَهو وَلعب فيصبحوا قد مسخوا قردة وَخَنَازِير بشربهم الْخمر ولبسهم الْحَرِير واتخاذهم الْقَيْنَات وقطيعتهم الرَّحِم
رَوَاهُ ابْن حبَان وَغَيره وَتقدم بِتَمَامِهِ فِي شرب الْخمر
وَتقدم فِيهِ أَيْضا حَدِيث أبي أُمَامَة يبيت قوم من هَذِه الْأمة على طعم وَشرب وَلَهو وَلعب فيصبحوا قد مسخوا قردة وَخَنَازِير بشربهم الْخمر ولبسهم الْحَرِير واتخاذهم الْقَيْنَات وقطيعتهم الرَّحِم