আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮৪৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮৪৫. হযরত আয়েশা (রা) সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ ১৫ শাবান আমার কাছে জিবরাঈল (আ) আসেন। যে রাতের কল্যাণে আল্লাহ বনী কালবের বকরীর পশম সংখ্যক বান্দরে ক্ষমা করা নিজের উপর অপরিহার্য করে নিয়েছেন। অথচ সে রাতে আল্লাহ কোন মুশরিক, অতিশয় কৃপণ, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী, টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পরিধানকারী, পিতামাতার অবাধ্য, মদপানে অভ্যস্ত বাজি, এ সব লোকের দিকে তাকান না।
(বায়হাকী এই হাদীসটি বর্ণনা করেন, যার পূর্ণাঙ্গ বর্ণনা ইনশাআল্লাহ্ الهاجر অনুচ্ছেদে সামনে আসবে।)
(বায়হাকী এই হাদীসটি বর্ণনা করেন, যার পূর্ণাঙ্গ বর্ণনা ইনশাআল্লাহ্ الهاجر অনুচ্ছেদে সামনে আসবে।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3845- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ أَتَانِي جِبْرِيل عَلَيْهِ السَّلَام فَقَالَ هَذِه لَيْلَة النّصْف من شعْبَان وَللَّه فِيهَا عُتَقَاء من النَّار بِعَدَد شُعُور غنم كلب لَا ينظر الله فِيهَا إِلَى مُشْرك وَلَا إِلَى مُشَاحِن وَلَا إِلَى قَاطع رحم وَلَا إِلَى مُسبل وَلَا إِلَى عَاق لوَالِديهِ وَلَا إِلَى مدمن خمر
رَوَاهُ الْبَيْهَقِيّ فِي حَدِيث يَأْتِي بِتَمَامِهِ فِي الهاجر إِن شَاءَ الله
رَوَاهُ الْبَيْهَقِيّ فِي حَدِيث يَأْتِي بِتَمَامِهِ فِي الهاجر إِن شَاءَ الله