আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮৪৩
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮৪৩. হযরত ইবনে উমার (রা) থেকে মারফু' সূত্রে বর্ণিত। তিনি বলেন, (কুরআনে আলোচিত) মোহর আরশের খুঁটির সাথে ঝুলন্ত। তারপর যখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার অভিযোগ করা হয় এবং নাফরমানী করা হয় এবং আল্লাহর সাথে বেপরোয়া ভাবাপন্ন হয়, তখন আল্লাহ মোহর প্রেরণ করেন, পরে তা তিনি ঐ ব্যক্তির অন্তরে লাগিয়ে দেন। ফলে, সে ভালো মন্দ কিছুই বুঝতে পারে না।
(বাযযার নিজ শব্দে এবং বায়হাকী বর্ণিত। তবে বায়হাকী শব্দমালা হুদূদ অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে। বাযযার বলেন: উক্ত হাদীসটি সুলায়মান তায়মী থেকে বর্ণিত, না সুলায়মান ইবনে মুসলিম যিনি বাসরী হিসেবে প্রসিদ্ধ তার থেকে বর্ণিত, তা আমার জানা নেই।)
(বাযযার নিজ শব্দে এবং বায়হাকী বর্ণিত। তবে বায়হাকী শব্দমালা হুদূদ অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে। বাযযার বলেন: উক্ত হাদীসটি সুলায়মান তায়মী থেকে বর্ণিত, না সুলায়মান ইবনে মুসলিম যিনি বাসরী হিসেবে প্রসিদ্ধ তার থেকে বর্ণিত, তা আমার জানা নেই।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3843- وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا رَفعه قَالَ الطابع مُعَلّق بقائمة الْعَرْش فَإِذا اشتكت الرَّحِم وَعمل بِالْمَعَاصِي واجترىء على الله بعث الله الطابع فيطبع على قلبه فَلَا يعقل بعد ذَلِك شَيْئا
رَوَاهُ الْبَزَّار وَاللَّفْظ لَهُ وَالْبَيْهَقِيّ وَتقدم لَفظه فِي الْحُدُود وَقَالَ الْبَزَّار لَا نعلم رَوَاهُ عَن التَّيْمِيّ يَعْنِي سُلَيْمَان لَا سُلَيْمَان بن مُسلم وَهُوَ بَصرِي مَشْهُور
رَوَاهُ الْبَزَّار وَاللَّفْظ لَهُ وَالْبَيْهَقِيّ وَتقدم لَفظه فِي الْحُدُود وَقَالَ الْبَزَّار لَا نعلم رَوَاهُ عَن التَّيْمِيّ يَعْنِي سُلَيْمَان لَا سُلَيْمَان بن مُسلم وَهُوَ بَصرِي مَشْهُور