আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮৪২
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮৪২. তাবারানীর বর্ণনায় আছে, তিনি (নবী ﷺ) বলেছেন: আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, বিশ্বাসঘাতকতা করা এবং মিথ্যাবলা জঘন্য পাপ। আল্লাহর নিকট (কবুলের দিক থেকে) দ্রুতগামী নেককাজ হল: আত্মীয়তার বন্ধন অটুট রাখা, এমন কি কোন পরিবার পাপী হওয়া সত্ত্বেও আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার কারণে তাদের সম্পদ বাড়ে এবং তাদের জনশক্তি (আয়ু)ও বাড়ে।
ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। তবে তিনি হাদীসটি দুই অংশে বর্ণনা করেন এবং তাঁর বর্ণনায় الخيانة এবং الكذب নেই। তিনি তাঁর বর্ণনায় শেষ পর্যায়ে বলেন: "যে কোন পরিবার আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে, তারা কখনও অভাবের শিকার হবে না।"
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3842- وَرَوَاهُ الطَّبَرَانِيّ فَقَالَ فِيهِ من قطيعة الرَّحِم والخيانة وَالْكذب وَإِن أعجل الْبر ثَوابًا لصلة الرَّحِم حَتَّى إِن أهل الْبَيْت ليكونون فجرة فتنمو أَمْوَالهم وَيكثر عَددهمْ إِذا تواصلوا
وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه ففرقه فِي موضِعين وَلم يذكر الْخِيَانَة وَالْكذب وَزَاد فِي آخِره وَمَا من أهل بَيت يتواصلون فيحتاجون
tahqiqতাহকীক:তাহকীক চলমান