আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮৩৯
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮৩৯. হযরত উবাদা ইবনে সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: আমি কি তোমাদের এমন বিষয়ে অবহিত করব না যদ্দরুন আল্লাহ্ তোমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন? সাহাবায়ে কিরাম বলেন, হাঁ, ইয়া রাসূলাল্লাহ্! তিনি বলেন, যে ব্যক্তি তোমার সাথে মুর্খ আচরণ করবে, তুমি তাকে উপেক্ষা করবে, যে তোমার প্রতি যুলম করবে, তুমি তাকে ক্ষমা করবে, যে তোমাকে বঞ্চিত করবে, তুমি তাকে দান করবে, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখবে।
(বাযযার ও তাবারানী বর্ণিত। তবে তাবারানীর বর্ণনায় প্রথম অংশে আছেঃ আমি কি তোমাদের কে এমন কাজ সম্পর্কে অবহিত করব না, যা করলে জান্নাতে তোমাদের বালাখানা সুউচ্চ করা হবে এবং তোমাদের মর্যাদা বুলন্দ করা হবে। এরপর তিনি অনুরূপ বর্ণনা করেন।)
(বাযযার ও তাবারানী বর্ণিত। তবে তাবারানীর বর্ণনায় প্রথম অংশে আছেঃ আমি কি তোমাদের কে এমন কাজ সম্পর্কে অবহিত করব না, যা করলে জান্নাতে তোমাদের বালাখানা সুউচ্চ করা হবে এবং তোমাদের মর্যাদা বুলন্দ করা হবে। এরপর তিনি অনুরূপ বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3839- وَرُوِيَ عَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أدلكم على مَا يرفع الله بِهِ الدَّرَجَات قَالُوا نعم يَا رَسُول الله قَالَ تحلم على من جهل عَلَيْك وَتَعْفُو عَمَّن ظلمك وَتُعْطِي من حَرمك وَتصل من قَطعك
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ إِلَّا أَنه قَالَ فِي أَوله أَلا أنبئكم بِمَا يشرف الله بِهِ الْبُنيان وَيرْفَع بِهِ الدَّرَجَات فَذكره
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ إِلَّا أَنه قَالَ فِي أَوله أَلا أنبئكم بِمَا يشرف الله بِهِ الْبُنيان وَيرْفَع بِهِ الدَّرَجَات فَذكره