আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮৩৮
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮৩৮. হযরত মু'আয ইবনে আনাস (রা) সূত্রে বাসুলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: সর্বোত্তম আমল হল- যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তার সাথে সম্পর্ক বজায় রাখা, যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করে, তাকে দান করা এবং যে তোমাকে গালাগাল করে তাকে গালি না দেওয়া।
(তাবারানীর (র) যাবান ইবনে ফয়িদ থেকে এরূপ বর্ণনা করেন।)
(তাবারানীর (র) যাবান ইবনে ফয়িদ থেকে এরূপ বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3838- وَعَن معَاذ بن أنس رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ إِن أفضل الْفَضَائِل أَن تصل من قَطعك وَتُعْطِي من حَرمك وتصفح عَمَّن شتمك
رَوَاهُ الطَّبَرَانِيّ من طَرِيق زبان بن فائد
رَوَاهُ الطَّبَرَانِيّ من طَرِيق زبان بن فائد